খুব লম্বা একটা অবসর প্রয়োজন এখন আমার
ডাষ্টবিনের মনমাতানো গন্ধ নিতে নিতে হৃদপিন্ড এখন খুব ক্লান্ত।
বাস-ট্রামের বিদঘুটে মিষ্টি মিউজিক্যার ছন্দে মন মাতোয়ারা প্রায়
গগনবিদির্ণ অট্টালিকাগুলো এখন শুধুই জেলখানার বেড়া-শিক যেনো।
নিয়মের নিয়মগুলো এখন সঠিক মাত্রায় লেপ্টে আছে ক্যালেন্ডারে
টইটুম্বুর আকাশ থেকে এখন আর সময় মতো বৃষ্টি নামেনা বুবুক্ষু ধরায়।
রুটিনের দাগকাটা পথে এক ঘেয়ে হেটে হেটে সত্যিই হৃদয় বিদীর্ণ আজ।
ডাষ্টবিনের মনমাতানো গন্ধ নিতে নিতে হৃদপিন্ড এখন খুব ক্লান্ত।
বাস-ট্রামের বিদঘুটে মিষ্টি মিউজিক্যার ছন্দে মন মাতোয়ারা প্রায়
গগনবিদির্ণ অট্টালিকাগুলো এখন শুধুই জেলখানার বেড়া-শিক যেনো।
নিয়মের নিয়মগুলো এখন সঠিক মাত্রায় লেপ্টে আছে ক্যালেন্ডারে
টইটুম্বুর আকাশ থেকে এখন আর সময় মতো বৃষ্টি নামেনা বুবুক্ষু ধরায়।
রুটিনের দাগকাটা পথে এক ঘেয়ে হেটে হেটে সত্যিই হৃদয় বিদীর্ণ আজ।
খুব লম্বা একটা অবসর প্রয়োজন এখন আমার।
বড়জোড় এক ফালি চাঁদ, সাথে ফেনিল আকাশটাও,
বিছানার পাশে জোনাকির মৃদু টিপটিপে লন্ঠন,
বাতাসটা হোকনা মৃদুমন্দ আর ঘাম শুকাবার উপযুক্ত শুস্ক,
আর তুমি পাশে থাকবেই তাওতো নয়, কি দরকার
তোমার চুলের স্নিগ্ধতার দায়িত্ব আজ রজনীগন্ধার।
অধর উষ্ঠের কামনায় জ্বলন্ত তারারা আজ যাক অবসর,
বৈরাগী কিছুটা হতাশা নাহয় থেকে যাক আজ রজনীতে।
বিছানার পাশে জোনাকির মৃদু টিপটিপে লন্ঠন,
বাতাসটা হোকনা মৃদুমন্দ আর ঘাম শুকাবার উপযুক্ত শুস্ক,
আর তুমি পাশে থাকবেই তাওতো নয়, কি দরকার
তোমার চুলের স্নিগ্ধতার দায়িত্ব আজ রজনীগন্ধার।
অধর উষ্ঠের কামনায় জ্বলন্ত তারারা আজ যাক অবসর,
বৈরাগী কিছুটা হতাশা নাহয় থেকে যাক আজ রজনীতে।
খুব লম্বা একটা অবসর প্রয়োজন এখন আমার।
যোগবিয়োগের যোজনীবন্ধনের রসায়নে কেটে যাক সময়,
একমাত্র আমার সে সময়ে আমিই যেনো থাকি তাতে, শুধু আমি।
একমাত্র আমার সে সময়ে আমিই যেনো থাকি তাতে, শুধু আমি।