যদি ঠিক ঠিকই তুমি চলে যাবে
এ বুভুক্ষু হৃদয়ে হাহাকার জাগিয়ে
তবে কি প্রয়োজন ছিল
আমার জীবনে আশার প্রদ্বীপ জ্বালাবার?প্রতিদিন সুর্য উঠে ডুবে যাওয়া
দেখে দেখে আমি অভ্যস্ত,তোমার মৃদু প্রদীপের কম্পন শিখা
নিভে গেলে কিইবা ক্ষতি হবে মোর?
তবে কি প্রয়োজন ছিল
আমার জীবনে আশার প্রদ্বীপ জ্বালাবার?প্রতিদিন সুর্য উঠে ডুবে যাওয়া
দেখে দেখে আমি অভ্যস্ত,তোমার মৃদু প্রদীপের কম্পন শিখা
নিভে গেলে কিইবা ক্ষতি হবে মোর?