কথা রাখেনি মল্লিকা
কথা রাখেনি কাজল কালো মেঘ
কথা রাখোনি তুমিও।
কথা ছিলো সুবাস, বৃষ্টি আর ভালোবাসা দেবার।
অথচ তোমরা কেউ কথা রাখোনি।
কথা রাখেনি কাজল কালো মেঘ
কথা রাখোনি তুমিও।
কথা ছিলো সুবাস, বৃষ্টি আর ভালোবাসা দেবার।
অথচ তোমরা কেউ কথা রাখোনি।
ভালোলাগায় রক্তপাত গড়িয়ে
তোমাদের কি লাভ বুঝিনা।
তোমাদের কি লাভ বুঝিনা।
