সেন্ডেলের বল্টু ছিড়িয়াছে তো কি হইয়াছে বল্টুতো ছিড়িবার জন্যই উহার চিকন মাথা লইয়া জন্মাইয়াছে।
ঘটনার আগের কথা:
কঠিন ভালোবাসায় বান্ধা পরা আগা খান “অপরাজেয় বাংলার” সামনে তাহার পাজামার নেড় ছিড়িয়া যাইবার পর হইতে কঠিন ব্রত পালন করিতেছে। ইজ্জত বাচাইবার প্রয়াশে আরো সচেতন হইতে হইবে। প্রয়োজনে জাহাজের রশি দিয়া পাজামার নেড় বাধিবে।
ঘটনা যেখান থেকে শুরু হইবার কথা ছিল:
সকিনা তাহার পেরানের আন্ধা ভালোবাসা। সকিনা ছাড়া পৃথিবীডা তাহার কাছে শুধুই ছাই কালার মনে হয়। ঘন ঘন পার্লারে যাইয়া আগা খান তাহার আগা-পাছা বদলাইয়া ফালাইতেছে। গলায় এলসেসিয়ান কুত্তার গলার মালার মতো শিকল সহ কানের দুল, চুলের রং, থোতায় ছাগইল্লা দাড়ি সহ জুতা-মৌজা সব রাতারাতি বদলাইতে লাগিলো। এবং ইহা সবই হইলো সকিনার পছন্দে।
আজ:
সকিনার জন্ম দিন। আগা খান জীবন ত্যজিয়া সকিনার জন্মদিনে সকিনাকে খুশি করিবার যোগাড় যন্ত্র করিতেছে। রাত ২টা পর্যন্ত ভাবিয়া চিন্তিয়া কিছু না পাইয়া আগা খান ঘুমাইয়া গেলো।
আগা খানের ঘুম ভাংগিয়াছে। প্রাতকালের সুর্য তাহার শক্তি নিক্ষেপ করিতেছে।