মনে মনে খাওয়ার গুষ্ঠি উদ্ধার করলাম

প্রচন্ড খিধা লাগছে
নতুন জায়গায় এসেছি বিশেষ কাজে।
কাজের চাপে খিধার মাত্রা বুঝিনাই এতোখন।
রাধুনী হোটেল দেখে হাত ধুয়ে খেতে বসে গেলাম।
আন্ধাগোন্ধা খেলাম। 
ওয়েটার বীল নিয়ে আসলো। ১৯০ টাকা।
ইয়া লাম্বা মানিবেগটা হাতে নিয়ে খুললাম…..
……… মাথায় যেনো জীবনের প্রথম ঠাডা পারলো।
সব মিলিয়ে ১৫৭ টাকা আছে।
১ কুটি টাকার অভাবেও মনে হয় এমুন ক্যারিক্যাচালে পরেনা কেউ। আমি আগা মাথা বিপদের আভাস পাইলাম।
আমার সামনেই কাউন্টার, মালিক বসে আছে।
খুব অসহায়ের মতো তার দিকে তাকায় রইলাম।
একটু পরের কাহিনি কি হবে ভাইব্বা আসলেই ঘামছি।
.
মনে মনে খাওয়ার গুষ্ঠি উদ্ধার করলাম।
.
অনেক আশা নিয়ে মানিব্যাগের ইমার্জেন্সি ছোট্ট পকেট্টায় আংগুল ঢুকালাম।
.
বংগবন্ধু শেখ মুজিবুর রহমান’কে এই মুহুর্তে আমার কাছে সাক্ষাত ফেরেশতার মতো মনে হচ্ছে।
15622416_294310180964793_6373227713521136831_n