বড় বেশিই অস্থির

শুক্লা পক্ষ পেরিয়ে চাঁদ এখন কৃষ্ণপক্ষের ক্ষনজন্মা
আকাশটা তাই বড্ড বেশি কালো আর ছাইরঙা
সীমান্তে নষ্ট টিউবলাইটের বিদ্যুত ঝলক, বার বার
আকাশের বুকে নক্ষত্রের আদিম আনাগোনা
তৃষ্ণার্ত গরমে বুকের ভেতরে শুধুই হা-পিত্তেশ।
জানালার গ্রীল হাতের শক্ত মুঠোয় ঠান্ডা-স্থির
পাজরের খাচায় ভড়াট হৃদপিন্ডটা গরম-অস্থির,
বড় বেশিই অস্থির…………..


দুখ নির্ভর অশ্রু শুকায়নি এখনো
রাত্রির অন্ধকারে হাতরে খুজি তোমায়
প্রিয়তমা আমার চলে গেছে অজানায়
ব্লক করে গেছে সকল যোগাযোগ আইডি।

শুধু নিশ্বাস ছেড়ে বলি- “ভালো থেকো”।

14568025_252802001782278_1919014686938352469_n