ইদানিং পর্দার (হিজাব) উপকরনগুলো অনেকটাই ফ্যাশন এর পন্য হয়ে দাঁড়িয়েছে। কিছু কিছু সময় দেখা যায় উগ্র সৌন্দর্যের নগ্ন বাজারেও সেগুলো বেচাকেনা করা হচ্ছে নির্দিধায়।
গতকাল অনেক টাকা খরচ করে তেমন একটা কান্ড ঘটিয়েছি আমি নিজেও। পর্দা কিনে এনে টাংগানোর পর দেখা গেলো পর্দার সৌন্দর্যের ফুটো দিয়ে ঘরে নির্দিধায় সুর্যের আলো এসে চোখ মুখ ধাধিয়ে দিচ্ছে।
বউতো বলেই ফেল্লো-
“তোমার অবস্থা হয়েছে বর্তমান ফ্যাশন সচেতন নেকাব সেলিব্রেটিদের মতো, না পারছো ঢেকে রাখতে না পারছো খুলে ফেলে দিতে…..”
“তোমার অবস্থা হয়েছে বর্তমান ফ্যাশন সচেতন নেকাব সেলিব্রেটিদের মতো, না পারছো ঢেকে রাখতে না পারছো খুলে ফেলে দিতে…..”

