শুরুথেকে হতেপারে শেষের ভাবনা

হৃদপিন্ডের ধুকপুকানি ধুক ধুক ধুক
আত্মসমালোচনায় নিজের মৃত্যুদন্ড
আগামি সুর্যদয় কুহেলী প্রত্যাশা
শুরুথেকে হতেপারে শেষের ভাবনা
অন্ধকারে চারিধারে কবরের নিস্তব্দতা
একা একা আর একা শুধু একা থাকা
যাবার ডাকে প্রকৃতির শোক মুর্ছনা।
হৃদপিন্ডের ধুকপুকানি ধুক ধুক ধুক
থেমে যাবে, থেমে যায়, গিয়েছে থেমে বহু জনের।।