ধরাটাকে শান্ত ঠান্ডা করে দিয়েছে বিকেলের এক পশলা বৃষ্টি
আল্লাহ চাহেতো করেন তিনি যেভাবে ভাবেন সেভাবে
আবলিলায় হেট হয়ে আসে মাথা তার প্রতি কৃতজ্ঞতায়।
শান্তির জন্য আমরা কিনা করি?
যা ইচ্ছে হয় তাই করি,
একবারো ভাবিনা
যা করছি তা করার আধিকার
আছে কি নেই?
চাইবার যা কিছু
তা শুধু নিজের কাছেই চাই
অথবা অন্য শক্তিধর কোন মানুষের কাছে।
নেতা, ক্যাডার অথবা হুজুরের কাছে,
শক্তি, ক্ষমতা কিংবা ফু-ফতোয়া।
অথচ নির্দেশনা ছিল স্পষ্ট
আল্লাহ, কোরআন আর হাদিসই যথেষ্ট।