আয়নায় মাঝে মাঝে
নিজেকে বড় অচেনা লাগে
সময়ের প্রেক্ষাপটে কতটা পাল্টাচ্ছি…..?
পাওয়া-হারানোর হিসেব মিলছেনাতো
হারানোটা পাওয়ার পরেই হোক, ক্ষতি কি?
ভালোবাসার অস্তিত্ব বিলিন হবার ফারি রোড !
বড্ড আনচান মনের পাখাগুলো
বাড়াবাড়ি ধরনের ছটফট……
…………….. এভাবেই কি চলতে থাকবে ???
