স্বপ্নময় ঘুম

তোর দুষ্ট-ফাজিল চেহারাটা
খুব করে মনে পরে।
ইচ্ছে হলেও আমি তোর পাশে নেই।।
আমি নেই তাতে কি?
আমার আদ্যপান্ত তোর মস্তিস্কে অস্থির।
ভেবে নিস কল্পনায় অবয়বে সেখানে।
নির্ঘুম কিংবা স্বপ্নময় ঘুম যাই হোক
তাতে আমার থাকাটা বাধ্যতামুলক এখন।
মানিস কিংবা নাই মানিস, সত্য এটাই।