কিছু কিছু ছবি দেখলে মনে হয়না এগুলা নিজের হাতে তোলা।
আজ সন্ধ্যায় পদ্মার বিশাল জলরাশির মাঝ দিয়ে যখন স্পিডবোট দিয়ে পার অচ্ছিলাম তখন সুর্যটা চলেগেছে তটের আড়ালে। বোটের গতিশীল ধাক্কায় পানি ছিটকে যাচ্ছে গাল ঘেষে।
অনুভুতির আবেগে আমি একসারা।
অনুভুতির আবেগে আমি একসারা।