কয়েক বছর আগে কথা। বউকে নিয়ে ঢাকায় গিয়েছিলাম কাজে। কাজ সারতে রাত হয়ে যাওয়াতে চিন্তা করলাম এতো রাতে কারো বাসায় না গিয়ে মধ্যবিত্তদের একটা হোটেলে উঠে রাতটা কথা বলে আর গান শুনে পার করে পর দিন বাড়ি ফিলব।
কিন্তু বিধি বাম। ৩ টি হোটেলে ট্রাই করে ক্ষ্যান্ত দিলাম। তারা নাকি হোটেরের সুনাম অক্ষুন্ন রাখায় বদ্ধপরিকর। কোন প্রকার অবৈধ ভাড়া দিতে চাননা। অগত্যা রাতের লঞ্চে করে বাড়ি ফেরা। হায়রে আমার সোনার বাংলার সোনার মানুষের সোনার ভাবনা।
সোনার কথা বলতে গিয়ে সোনার গায়ের কথা মনে পড়ে গেলো। বাংলাদেশের জন্য একটা প্রসিদ্ধ জায়গা সোনারগা। সেখানে বউ ছেলে মেয়ে বন্ধু বান্ধব নিয়ে বেড়াতে যায় অনেকেই। বউ বাচ্চা নিয়ে হাটছি। আমার ছেলেটা তখন মাত্র কথা শিখেছে। পুকুর পাড়ে এক জায়গায় আঙগুল তাক করে আমার ছেলে আমাকে জিজ্ঞেস করছে- ”বাব্বু, ওকানে ওতারা কু করে?”
আমি ছেলের চোখে হাত দিয়ে বাউকে নিয়ে কোন রকমে সামনে এগুলাম। কিছুদুর যাবার পর আনসার না পুলিশ হাত উচিয়ে বাধা দিল। বল্ল ওদিকে যাওয়া যাবেনা। ওদিকে জংগল। চলে এলাম। পরে জানতে পেরেছিলাম ঐ জংগলে নাকি জোড়ায় জোড়ায় বাঘ থাকে। তাও আবার আধুনিক বাঘ না আদিম যুগের নেংটা বাঘ। আর পুলিশগুলো ওদের বেতনভুক্ত পাহাড়াদার।
বড় ঘেন্না ধরে যায় মাঝে মাঝে। মানুষের ঘরে জন্ম নিয়ে আমরা অমানুষ হবার প্রেকটিস করছি আর আইনের ধারক আর বাহক হয়ে কেউ কেউ দেশটাকে তথা সমাজটাকে রসাতলে নিচ্ছি।
কিন্তু বিধি বাম। ৩ টি হোটেলে ট্রাই করে ক্ষ্যান্ত দিলাম। তারা নাকি হোটেরের সুনাম অক্ষুন্ন রাখায় বদ্ধপরিকর। কোন প্রকার অবৈধ ভাড়া দিতে চাননা। অগত্যা রাতের লঞ্চে করে বাড়ি ফেরা। হায়রে আমার সোনার বাংলার সোনার মানুষের সোনার ভাবনা।
সোনার কথা বলতে গিয়ে সোনার গায়ের কথা মনে পড়ে গেলো। বাংলাদেশের জন্য একটা প্রসিদ্ধ জায়গা সোনারগা। সেখানে বউ ছেলে মেয়ে বন্ধু বান্ধব নিয়ে বেড়াতে যায় অনেকেই। বউ বাচ্চা নিয়ে হাটছি। আমার ছেলেটা তখন মাত্র কথা শিখেছে। পুকুর পাড়ে এক জায়গায় আঙগুল তাক করে আমার ছেলে আমাকে জিজ্ঞেস করছে- ”বাব্বু, ওকানে ওতারা কু করে?”
আমি ছেলের চোখে হাত দিয়ে বাউকে নিয়ে কোন রকমে সামনে এগুলাম। কিছুদুর যাবার পর আনসার না পুলিশ হাত উচিয়ে বাধা দিল। বল্ল ওদিকে যাওয়া যাবেনা। ওদিকে জংগল। চলে এলাম। পরে জানতে পেরেছিলাম ঐ জংগলে নাকি জোড়ায় জোড়ায় বাঘ থাকে। তাও আবার আধুনিক বাঘ না আদিম যুগের নেংটা বাঘ। আর পুলিশগুলো ওদের বেতনভুক্ত পাহাড়াদার।
বড় ঘেন্না ধরে যায় মাঝে মাঝে। মানুষের ঘরে জন্ম নিয়ে আমরা অমানুষ হবার প্রেকটিস করছি আর আইনের ধারক আর বাহক হয়ে কেউ কেউ দেশটাকে তথা সমাজটাকে রসাতলে নিচ্ছি।
