সিদ্ধান্ত নেয় মরবে প্রাতে,
সে ভাবনাতে শপধ নিয়ে
উপস্থিত হয় ছাদে গিয়ে।
রেলিং ধরে উকি মারে
মাটিটা খুব দুরে লাগে,
মাত্র শুধু দুতলার ছাদ
এতেই তার আগ্রহ কাত,
মনের মধ্যে হৃদয় কাদে
পানির ফোটা পরে ছাদে।
জুতা খোলে মোজা খোলে
ভন ভনিয়ে মাথা ঘোরে।
অশ্রু মোছে ব্যাক পকেটে
শেষ চুমু দেয় লাভ লকেটে।
আকাশ পানে তাকিয়ে কয়
যা হবার তাইতো হয়।
লাফ দেবার শেষ মুহুর্তে
থেমে যায় সে পরতে পরতে।
কি হবে আজ মরে গেলে
বাসাতীর প্রেম যাবে জলে।
আবার বরং চেষ্টা করি
দু:খ কিসে যদি হারি।
