বসেছিনু বহুটা সময় জীবনের

এইখানে এই অরন্যে বসেছিনু বহুটা সময় জীবনের
তোমাদের হাতে গড়া প্লাষ্টিকের সময় থেকে কিছুটা দূরে
ভাবখানি মোর সহসাই ফিরিবনা তোমাদের তরে
জীবন সায়াহ্নকৃত্য দেখিবারি চাই শেষ পর্যন্ত থেকে।
অথচ……….
চঞ্চল মন আমার সময়ের কাছে নজরবন্দি হয়েছেযে,
সকল কৃত্তিমতার ব্যরিকেড ভাংগার জো নেই একেবারে
আবার সেই তাহাদের প্লাষ্টিকে ফিরে যাবার তাগাদা।।
Image may contain: tree, plant, outdoor and nature