নদিটির নাম তিতাস,হে বারিধারা, কোথায় গিয়েছো বয়ে?হারাবার কভু কি ভয় নেই তোমার?দূর সমুদ্দুর থেকে ছুটে এসেবিরামহীন বয়ে চলো শ্রোতসসীনি হয়েবেলা অবেলায় কোন থামা থামি নেই।