গড়পড়তায় ভাগাভাগি হোক

সালোকসংশ্লেষনের অভাবে হলদে হয়ে গেছো?
খিদে আছে খাবার নেই, রান্না বন্ধ বলে?
দুচোখ মুদে হতাশা গুনছো?
যন্ত্রনা হচ্ছে খুব, মনে?
তবে ক্ষতি নেই
তোমার দলই সবচাইতে ভারি।
সবার সাথে গড়পড়তায় ভাগাভাগি হোক।