ইদানিং সময়টা খুব বেশি বেরহম মনে হয়
ভাবখানা বোঝাবার নয় কিন্তু বুঝি নিজে।
আকাশের দিকে তাকানোয় জোর নেই এখন
ঝলমলে আকাশ এখন অপাংতেয় মনে হয়।
ভালোবাসারা ধোয়া ছড়ায়না হৃদাকাশে
শুধুই আলসেমিতে ধরে গেছে দেহে।
ভাবখানা বোঝাবার নয় কিন্তু বুঝি নিজে।
আকাশের দিকে তাকানোয় জোর নেই এখন
ঝলমলে আকাশ এখন অপাংতেয় মনে হয়।
ভালোবাসারা ধোয়া ছড়ায়না হৃদাকাশে
শুধুই আলসেমিতে ধরে গেছে দেহে।
পাবার ভাবনাগুলো পেতে চায়না আর
পাওয়াগুলোর হিসবে কষে সময় হারায়।
কি নেই, কি হতে পারে এসব এখন অলিক
যা আছে তাতেই এখন ঘুনের বসত বাটি।
অহংকারের পতন হয়েছিল পলাশীতে
আমার পতন আমারই আরশিতে।
পাওয়াগুলোর হিসবে কষে সময় হারায়।
কি নেই, কি হতে পারে এসব এখন অলিক
যা আছে তাতেই এখন ঘুনের বসত বাটি।
অহংকারের পতন হয়েছিল পলাশীতে
আমার পতন আমারই আরশিতে।
