গোধুলীর মর্চে পরা আলোর ছটায় তোমাকে যেদিন প্রথম দেখি
সেদিনই প্রেম এসেছিল আমার জীবনে।
ভাবখানা এমন ছিল যেন
স্বর্গের বাইরে থেকে স্বর্গ পাবার অনুভব।
নিয়মতান্ত্রীক জটিলতায় প্রেম আমার
বার বার বিক্ষত হয়েছে কিংবা আঘাত পেয়েছে।
আত্মশুদ্ধির যন্ত্রনায় কাতরে কাতরে
পার হয়েছি সাদাকালো বিদগদ্ধ সাগর।
তোমাকে পাবার আগেই পেয়ে হারাবার যন্ত্রনা
আমাকে নার্গিসের নজরুল বানাতে চাইছিল।
হৃদয় আমার, পাষান কবি হৃদয় নয় যে
শুধু কাব্য শৃজনের জন্য
কামনাময় প্রেম জলাঞ্জলী দেব।
তাই
শেষ বিকেলের ম্লান আলোর ছটায়
রঙ্গিন তোমার মুখায়বয়ব আমায়
তৃষ্ণার্ত করে রাখে সব সময়।
ভাবখানা এমন ছিল যেন
স্বর্গের বাইরে থেকে স্বর্গ পাবার অনুভব।
নিয়মতান্ত্রীক জটিলতায় প্রেম আমার
বার বার বিক্ষত হয়েছে কিংবা আঘাত পেয়েছে।
আত্মশুদ্ধির যন্ত্রনায় কাতরে কাতরে
পার হয়েছি সাদাকালো বিদগদ্ধ সাগর।
তোমাকে পাবার আগেই পেয়ে হারাবার যন্ত্রনা
আমাকে নার্গিসের নজরুল বানাতে চাইছিল।
হৃদয় আমার, পাষান কবি হৃদয় নয় যে
শুধু কাব্য শৃজনের জন্য
কামনাময় প্রেম জলাঞ্জলী দেব।
তাই
শেষ বিকেলের ম্লান আলোর ছটায়
রঙ্গিন তোমার মুখায়বয়ব আমায়
তৃষ্ণার্ত করে রাখে সব সময়।