ভাবিসনা তোকে ছাড়া আমার চলবেনা,
এইতো দিব্বি আমার আকাশে প্রতিদিন সুর্য উঠে।
চাঁদও উঠে যেদিন উঠার কথা, ঠিক সময় মতো।
সুধু তুই নেই, তাতে কি?আমার একটা রংগিন সপ্ন দেখার ক্যানভাস আছে,আছে সুন্দর একটা মন তুলি।
সত্যি বলছি তোকে আকার রঙ গুলো এখন ধুসর আর ছাই রঙ হয়ে গেছে।
এই ভালো তোকে ধুয়ে ফেলেছি।
আমার তুলি এখন সাত রং নিয়ে আকে।
তুই ভালো থাক, আমি ভালো আছি।
চাঁদও উঠে যেদিন উঠার কথা, ঠিক সময় মতো।
সুধু তুই নেই, তাতে কি?আমার একটা রংগিন সপ্ন দেখার ক্যানভাস আছে,আছে সুন্দর একটা মন তুলি।
সত্যি বলছি তোকে আকার রঙ গুলো এখন ধুসর আর ছাই রঙ হয়ে গেছে।
এই ভালো তোকে ধুয়ে ফেলেছি।
আমার তুলি এখন সাত রং নিয়ে আকে।
তুই ভালো থাক, আমি ভালো আছি।