এই ভিক্ষা দেননন…..
চোখ তুলে তাকিয়ে দেখলাম এক ভিক্ষুক হাত পেতে আছে ভিক্ষার জন্য।
মনে পড়লো আজ শুক্রবার।
সামনে দাড়ানো ভিক্ষুককে ভিক্ষুক না বলে মহিলাই বলা ভালো।নিম্ন মানের একটি শাড়ি পড়ে যদিও ভিক্ষুক ভিক্ষুক ভাব এনেছে কিন্তু আমি জানি শারিরিক সামর্থবান মহিলাটি যদি সুন্দর একটি পরিস্কার কাপড় পড়ে তাহলে তাকে নির্দিধায় মধ্য বিত্ত কিংবা উচ্চ মধ্য বিত্ত পরিবারের ভদ্র মহিলা হিসবে বোঝা যাবে।
শুক্রবার এলে এদের উপস্থিতি এতো বেশি বেড়ে যায় যে বিরক্ত এসে যায়।
অথচ বাসা বাড়িতে কাজের লোকের কত অভাব।
কতদিন ধরে বাসায় কাজের কন্য একটি কাজের মানুষ খুজছি। বউ চাকরী করার কারনে সারা সপ্তাহই দৌড়ের মধ্যে থাকে।কিন্তু তার ছুটির দিনটাও কেটে যায় নানান ব্যস্ততায় এবং সারা সপ্তাহ জমিয়ে রাখা কাজগুলো করতে করতে। আর ঘর মোছাতো আছেই। ২টা ঘন্টার জন্যও যদি ওরা আমার ঘরের কাজগুলো করে দিত তবে কতইনা উপকার হতো। কিন্তু তারা তা করবে না।
তাই সিদ্ধান্ত নিয়েছি-
যতদিন ঘর মোছার জন্য আমার বউ কাজের মানুষের সাহায্য পাবেনা ততদিন তাদেরকেও আমি কোন সাহায্য করবো না।
চোখ তুলে তাকিয়ে দেখলাম এক ভিক্ষুক হাত পেতে আছে ভিক্ষার জন্য।
মনে পড়লো আজ শুক্রবার।
সামনে দাড়ানো ভিক্ষুককে ভিক্ষুক না বলে মহিলাই বলা ভালো।নিম্ন মানের একটি শাড়ি পড়ে যদিও ভিক্ষুক ভিক্ষুক ভাব এনেছে কিন্তু আমি জানি শারিরিক সামর্থবান মহিলাটি যদি সুন্দর একটি পরিস্কার কাপড় পড়ে তাহলে তাকে নির্দিধায় মধ্য বিত্ত কিংবা উচ্চ মধ্য বিত্ত পরিবারের ভদ্র মহিলা হিসবে বোঝা যাবে।
শুক্রবার এলে এদের উপস্থিতি এতো বেশি বেড়ে যায় যে বিরক্ত এসে যায়।
অথচ বাসা বাড়িতে কাজের লোকের কত অভাব।
কতদিন ধরে বাসায় কাজের কন্য একটি কাজের মানুষ খুজছি। বউ চাকরী করার কারনে সারা সপ্তাহই দৌড়ের মধ্যে থাকে।কিন্তু তার ছুটির দিনটাও কেটে যায় নানান ব্যস্ততায় এবং সারা সপ্তাহ জমিয়ে রাখা কাজগুলো করতে করতে। আর ঘর মোছাতো আছেই। ২টা ঘন্টার জন্যও যদি ওরা আমার ঘরের কাজগুলো করে দিত তবে কতইনা উপকার হতো। কিন্তু তারা তা করবে না।
তাই সিদ্ধান্ত নিয়েছি-
যতদিন ঘর মোছার জন্য আমার বউ কাজের মানুষের সাহায্য পাবেনা ততদিন তাদেরকেও আমি কোন সাহায্য করবো না।
** সম্ভোবত এর জন্য আমরাই দায়ী। শারিরিক সামর্থবানদেরকে ভিক্ষা দিয়ে আমরা আসলে তাদেরকে সহযোগিতার নামে ভিক্ষার প্রতি আগ্রহী করে তুলছি। তারা এখন জানে বোকা মানুষগুলো তাদেরকে কাজ ছাড়াই টাকা দিবে। অথচ ভিক্ষা দেয়ার উদ্দেশ্য হওয়া উচিত ভিক্ষা থেকে তাকে ফিরিয়ে আনা।
