মার্জিতের দোটানায়ঃ এক টিকেটে দুই ছবি

আমাদের দেশে প্রায়শই রাস্তার পাশের ওয়ালে আর পিলারে ‘এক টিকেটে দুই ছবি’র পোষ্টার দেখা যায়।

পোষ্টারের উপরে আবার বিশেষ বিশেষ জায়গায় সিনেমা হলের নামের ষ্টিকার লাগিয়ে নগ্ননা ঢাকার নামে নগ্ন পয়েন্টগুলো নির্দিষ্ট করে দেখিয়ে দেয়া হয়।
রাস্তার পাশ দিয়ে যখন ছোট ছেলেটাকে নিয়ে যেতাম ছেলে প্রশ্ন করতো-
আব্বু দেয়ালে নেংটা ছবি কেন?
সহজ উত্তর নেই জেনেও কিছু একটা বলে দ্রুত স্থান ন্যাগ করতাম।
————————————————————————–
উপরের লেখাটি দিয়ে কারো প্রতি আমার কোন প্রশ্ন কিংবা আক্ষেপ নেই।
শুধু নিজে নিজেকে প্রশ্ন করি- ভবিষ্যতে আমার নাতী তার বাবাকে কি ধরনের প্রশ্ন করবে?