প্রথম স্পর্শের দিনে
তোমাকে কাঁদাতে চেয়েছিলাম।
ভেবেছিলাম পরম পাবার আনন্দে
আত্মহারা তুমি কাঁদবে অন্তত কিছুখন।
আমাকে অবাক করে দিয়ে
তুমি পাত্তা দিলেনা।
আমার স্পর্শের অনুভব
তোমার অনুভবের বাইরেই রয়ে গেলো।
ধারহীন অনুভুতিহীন তোমার হৃদয়ে
একটি পরম স্পর্শ
শুধুমাত্র ছোঁয়া হয়েই রইল।
আবেগহীন ভোতা ছোঁয়ায়
তোমাকে আমি আমার হৃদয় বৃত্তিয়
আকুলতার ব্যপারগুলো
জানাতে পারলাম না।