ফুলেল গন্ধে ঘুম আসেনামানটা শুধু কান্দে,সোনা বন্ধু কই গেলো মোরখোজতে যামু চান্দে।
রাত বিরেতে ভাল্লাগেনাযেতে ভাগাড় জংগলে,পুবেও নাই পশ্চিমে নাইযেতে হবে মংগলে।
ফুলেল গন্ধে ঘুম আসেনা