ভিন্ন দৃষ্টি


আপনার চার পাশের মানুষগুলো দিন দিন কেমন পরিবর্তন হচ্ছে দেখেছেন?
যে মানুষটার জন্য এক সময় আপনি নিস্বার্থ ভাবে সময় দিয়ে শ্রম দিয়ে উপকারের হাত বাড়িয়েছিলেন সে আজ এই সময় এসে আপনার উপর খুব বেশি হিসেবি আর বেপরোয়া হয়ে উঠেছে।
যে মানুষটি এক সময় তার পকেটে থাকা ক্ষুদ্র দশ টাকাটার পুরোটাই খরচ করে ফেলেছে আপনাকে খুশি করার জন্য সে আজ হাজার টাকা পকেটে রেখেও আপনার সাথে ভিখেরীর ভাব ধরে চলছে।
আমরা সমাজে বসবাস করে নিজেকে সামাজিক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেই যাচ্ছি কিন্তু কখনোকি ভেবে দেখেছি সত্যিই সামাজিকতা কি?