বৃষ্টির আচড়ে গায়ে সুদ্ধতার দাগঅন্তরে গিয়ে পৌছায় সে বারোতা,ফোটায় ফোটায় তৃপ্তি এনেছে সেহৃদয়ে কেটেছে সকল জড়তা।মৃদু ঝিরিঝিরি শব্দে মন মাতোয়ারাঝিমুচ্ছে আজ সকল ষ্ট্রীট ফেরিওয়ালা,ফোটা পড়ে বৃত্ত আকেঁ স্বপ্নের জলেদীশাহীন মন আজ শুধুই বাধনহারা।