রাত ফুরিয়ে ঈদ। কত আনন্দ মনে। কিছুটা খারাপ লাগছে বৃষ্টি জাকিয়ে বসেছে বলে। চারিদিকে প্যাক-কাদায় মাখামাখি। ঘুড়ে বেড়াতে পারবোনা বলে মন খারাপ করছে। কিন্তু হঠাত করেই একটা কথা ভেবে খারাপ লাগছে।
আমরা যে মুহুর্তে অতিরিক্ত বৃষ্টির কথা ভেবে মনে মনে কষ্ট পাচ্ছি ঈদে ঠিক মতো বেড়াতে পারবোনা বলে, তারা হয়তো বারান্দায় বসে কবিতা লিখে অথবা গান শুনে সময়টা ভালো করেই পার করতে পারবো, কিন্তু আগামিকাল যারা ভিক্ষে করে ভালো কিছু খাবার জোগাড় করবে বলে ভেবেছিলো তাদের কি হবে?
আমরা যে মুহুর্তে অতিরিক্ত বৃষ্টির কথা ভেবে মনে মনে কষ্ট পাচ্ছি ঈদে ঠিক মতো বেড়াতে পারবোনা বলে, তারা হয়তো বারান্দায় বসে কবিতা লিখে অথবা গান শুনে সময়টা ভালো করেই পার করতে পারবো, কিন্তু আগামিকাল যারা ভিক্ষে করে ভালো কিছু খাবার জোগাড় করবে বলে ভেবেছিলো তাদের কি হবে?
