জানিস খবর, ও পাড়ার হারুন গতকাল কবরীকে চোখ মেরেছে। আমিতো প্রথমে নিজের চোখকে বিশ্বাসই করতে পারিনি। কিন্তু সত্যি সত্যিই হারুন কাজটা করেছে।
…… উপরের কথাটি আমার ছোটবেলাকার সমাজে ঘটে যাওয়া প্রেম সংক্রান্ত রগরগে মার্কা খবরের একটি। এ খবর বহুদিন এলাকার মানুষের ভাবনা এবং দুশ্চিন্তার কারন হয়ে থেকেছে।
কিন্তু এখন মাশাল্লাহ আমাদের অনেক উন্নতি হয়েছে। এখন ভোরের ভয়েস আমেরিকার খবর ছেড়ে দিয়ে মানুষ ফেইজবুকের আধুনিক খবরে আহ্বালাদিত।
আর প্রেমের খবর? সেতো এখন টপ সিক্রেট থেকে বলা বাহুল্য ওপেন সিক্রেট হয়ে দাড়িয়েছে।
পুরনো সিনেমার হালকা ভালোবাসার ছোয়া সম্বলিত দৃশ্য এখন হাস্যকর।
এখন সব ডাইরেক্ট একশান।
হবেইবানা কেনো….. সবাই এখন সাবানা ভুলে সানি লিওনকে অনুকরনিয় বানিয়েছে যে।
নোংরামির চুড়ান্ত ব্যবহার সম্ভোবত একেই বলে।
বাজে হলেও কথাটা না বলে পারছিনা যে-
“খুলতে খুলতে ওরা এতো বেশি খুলে ফেলেছে যে আগামী প্রজন্মের জন্য খোলার বাকি আর কিছু রাখেনি।”