মাইনাস নাইন ডিগ্রি কনকনে শীতের বিকেলে যখন চীনের কুনমিং বিমান বন্দরে হাটছি তখন আমার পেছনে ম্লান সুর্যটা তার সর্বোচ্চ চেষ্টায় রাঙ্গাছে প্রকৃতি।
জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে শীতকে জয় করার ব্যর্থ চেষ্টা করছি আর আমার দেশের নাতিশীতোষ্ণ প্রকৃতির মায়াময় প্রকৃতি অনুভোব করছি।
আনমনা হবার সুযোগ কই। প্রকৃতিটাকে একটু উপলদ্ভি করার চেষ্টা করতেই যাত্রী বোঝাই হয়ে যাওয়া প্রথম বাসটি আমাকে ফেলে চলতে শুরু করেছে কাছের এয়ারপোর্ট ভবনের উদ্দেশ্যে। যখন দৌড়াচ্ছি বাস ধরার জন্য তখন হঠাতই মনে হলো…..
প্রকৃতিকে নিয়ে ভাবা, উপলব্ধি করা, স্পর্শ পাওয়া কিংবা লিখা….. শুধুই কবিদের্ জন্য।
আমি বৃথাই চেষ্টা করি আর দৌড়াই…