কলকাতার জ্যাকারিয়া স্ট্রিট এর প্রশস্থ রাস্তায় দাঁড়িয়ে আছি। পেছন দিয়ে বাস, ট্রাম চলে যাচ্ছে। আমি ঠায় দাঁড়িয়ে আছি। পুরাতন ধাচে তৈরী এলাকাটির মানুষগুলো খুব ব্যাস্ততায় পার হয়ে যাচ্ছে।
খেয়াল করলাম এতো ব্যস্ততার মাঝেও অনেকের কৌতুহলী দৃষ্টি আমার উপর। দাঁড়িয়ে দাঁড়িয়ে কারন খোজার চেষ্টা করলাম।
দেশ থেকে আসার সময় অতিরিক্ত তাপমাত্রার কথা মাথায় রেখে পাতলা গেঞ্জি আর থ্রিকোয়ার্টার প্যান্ট পরে এসেছি। খেয়াল করলাম আশেপাশে আমার মতো কেউ থ্রিকোয়ার্টার পরা লোক নেই। আমার দিকে তাকানোর কারনটা বুঝলাম।
খেয়াল করলাম এতো ব্যস্ততার মাঝেও অনেকের কৌতুহলী দৃষ্টি আমার উপর। দাঁড়িয়ে দাঁড়িয়ে কারন খোজার চেষ্টা করলাম।
দেশ থেকে আসার সময় অতিরিক্ত তাপমাত্রার কথা মাথায় রেখে পাতলা গেঞ্জি আর থ্রিকোয়ার্টার প্যান্ট পরে এসেছি। খেয়াল করলাম আশেপাশে আমার মতো কেউ থ্রিকোয়ার্টার পরা লোক নেই। আমার দিকে তাকানোর কারনটা বুঝলাম।
কিন্তু বুঝলামনা মেয়েরা যেখানে হাফপ্যান্ট আর শর্টপ্যান্ট পরে নির্দিধায় চোখের সামনে ঘুড়ে বেড়াচ্ছে সেখানে আমার থ্রিকোয়ার্টার এর সমস্যা কিংবা অবাক হবার কারনটা কি?