দোকানদাররা শুক্রবার ভিক্ষা দেবার উসিলায় ক্যাশের তলায় অযত্নে পরে থাকা কয়েনগুলোকে বিদায় করে।
একজন মানুষের নিজের এক দিনের খাবার যোগাড় করতে কম করে হলেও ১০০ টাকার প্রয়োজন পরে।
১ টাকা করে ভিক্ষা পেলে তাকে কম পক্ষে ১০০ জনের কাছে ভিক্ষার জন্য যেতে হবে। তার মানে ১ টাকা ভিক্ষা দেয়া মানে প্রকারান্তরে একজন ভিক্ষুককে আরো ৯৯ জনের কাছে ভিক্ষা করতে যাবার পথ করে দেয়া।
ধর্মে যদিও ভিক্ষুককে ভিক্ষা দেয়ার কথা বলা হয়েছে কিন্তু ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করতে মানা করা হয়েছে এবং সম্ভব হলে এমন কিছু করা যার ফলে ভিক্ষুক এ পথ থেকে বেড়িয়ে আসতে পারে।
একজন মানুষের নিজের এক দিনের খাবার যোগাড় করতে কম করে হলেও ১০০ টাকার প্রয়োজন পরে।
১ টাকা করে ভিক্ষা পেলে তাকে কম পক্ষে ১০০ জনের কাছে ভিক্ষার জন্য যেতে হবে। তার মানে ১ টাকা ভিক্ষা দেয়া মানে প্রকারান্তরে একজন ভিক্ষুককে আরো ৯৯ জনের কাছে ভিক্ষা করতে যাবার পথ করে দেয়া।
ধর্মে যদিও ভিক্ষুককে ভিক্ষা দেয়ার কথা বলা হয়েছে কিন্তু ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করতে মানা করা হয়েছে এবং সম্ভব হলে এমন কিছু করা যার ফলে ভিক্ষুক এ পথ থেকে বেড়িয়ে আসতে পারে।
১ টাকা কিংবা ১০ টাকা ভিক্ষা প্রদান করা আমাকে কনফিউশন করে। আসলেই কি আমরা চাই দারিদ্র ও ভিক্ষুক মুক্ত সমাজ নাকি তাদের সংখ্যার আধিক্য?
