ভেবে দেখলাম…..
আমার মধ্যে আর তার মধ্যে পার্থক্য কতটা?
”তার” মানে যে সারা শরীরে ছিড়া বস্তা পেচাইয়া আর হাটুতে রাবার লাগাইয়া রাস্তায় গইড়াইয়া গইড়াইয়া ভিক্ষা করে। (বৃষ্টির দিনে তাদেরকে একটু বেশি দেখা যায়।)
অংক করে হিসাব করলাম। অদ্ভুত ব্যপার দুজনের হিসেবের ফলাফল সমান।
অংকটা করা যাক,
ধরা যাক তার আর আমার জীবনের বড় বড় প্রাপ্তি যথা ভালো ভালো খাবার খাওয়া, কাপড় পড়া, বসত বাড়ি, প্রাচুর্য সব কিছুর মাত্রা- তার ১০০ তে ৩০, আর আমার ১০০ তে ৭০। (এ পর্যায়ে নিজেকে খুব সুখি সুখি লাগছে।)
আবার ধরা যাক বিপদে পরার ক্ষেত্রে যেমন- পাওনাদার, বিভিন্ন প্রকার টেক্স, ব্যবসার ক্ষতি, কেস-মামলার খরচ, রোগ ব্যধি (ক্যান্সার, হার্ট ফুটা, কিডনি ট্রান্সপ্লান্ট, ষ্ট্রোক) এসকল কিছুর মাত্রা- তার ১০০ তে ৭০ আর আমার ১০০ তে ৩০।
তাহলে অংক দাড়ালো-
আমি – সে
(৭০ + ৩০) – (৩০ + ৭০)
১০০ – ১০০
০ (শূন্য)
(ইশশ, কেনো যে ভিক্ষুক নই বলে নিজেকে নিয়ে এতো গর্ব করি বুঝিনা।)
আমার মধ্যে আর তার মধ্যে পার্থক্য কতটা?
”তার” মানে যে সারা শরীরে ছিড়া বস্তা পেচাইয়া আর হাটুতে রাবার লাগাইয়া রাস্তায় গইড়াইয়া গইড়াইয়া ভিক্ষা করে। (বৃষ্টির দিনে তাদেরকে একটু বেশি দেখা যায়।)
অংক করে হিসাব করলাম। অদ্ভুত ব্যপার দুজনের হিসেবের ফলাফল সমান।
অংকটা করা যাক,
ধরা যাক তার আর আমার জীবনের বড় বড় প্রাপ্তি যথা ভালো ভালো খাবার খাওয়া, কাপড় পড়া, বসত বাড়ি, প্রাচুর্য সব কিছুর মাত্রা- তার ১০০ তে ৩০, আর আমার ১০০ তে ৭০। (এ পর্যায়ে নিজেকে খুব সুখি সুখি লাগছে।)
আবার ধরা যাক বিপদে পরার ক্ষেত্রে যেমন- পাওনাদার, বিভিন্ন প্রকার টেক্স, ব্যবসার ক্ষতি, কেস-মামলার খরচ, রোগ ব্যধি (ক্যান্সার, হার্ট ফুটা, কিডনি ট্রান্সপ্লান্ট, ষ্ট্রোক) এসকল কিছুর মাত্রা- তার ১০০ তে ৭০ আর আমার ১০০ তে ৩০।
তাহলে অংক দাড়ালো-
আমি – সে
(৭০ + ৩০) – (৩০ + ৭০)
১০০ – ১০০
০ (শূন্য)
(ইশশ, কেনো যে ভিক্ষুক নই বলে নিজেকে নিয়ে এতো গর্ব করি বুঝিনা।)
