পরনিন্দাঃ প্রয়োজন দৃষ্টিভংগির পরিবর্তন

প্রায়শঃই আমরা অন্যের কোন নেগেটিভ তথ্য পেলে অতি উৎসাহিত হয়ে নিজের নাকটা বাড়িয়ে দেই। শুধু বাড়িয়ে দিয়েই ক্ষান্ত হইনা সকল প্রশান্তি আর শক্তি যোগ করে ব্যক্তিটির ঐ ব্যপারটি নিয়ে তুমুল ফিলোসফি ঝাড়তে শুরু করি। ভাবটা এমন করি যেনো নিতান্তই বাধ্য হয়ে কাজটা আমি করছি, কিন্তু আসলে এর পেছনে একটি কুৎসিত আর নোংড়া মেন্টালিটি কাজ করে।

প্রতিনিয়ত আমরা আমাদের নিজস্ব চিন্তা চেতনাকে এভাবেই হাত ধোয়া ময়লা পানিতে চুবাই। বলে বোঝাবার নয় কিন্তু আসলেই ঐসব কিছু আমাদের বুঝে আসে না। হয়তো নেহায়েতই স্বীকার করি- "পরনিন্দা ভালো নয়, এতে সম্মান হানির পাশাপাশি অন্যের কাছে নিজের সম্মান ক্ষয় হয়" কিন্তু এটা শুধু মাত্র নিজের কোন ব্যপার পর্যন্তই আমরা ভাবতে পারি। অথচ অন্যের ঐ একই রকম ব্যপার সেপারে আমরা তার উল্টো চেহারাটাই দেখাই। যতই আমরা ব্যপারটাকে তুচ্ছ জ্ঞান করি, "ঐ হলো" বলে চালিয়ে দেয়ার চেষ্টা করি, আসলে দিন শেষে আমরা সবাই এর ভুক্ত ভুগি হয়ে যাই।
আমাদের ছোট্ট পরনিন্দা এবং তুচ্ছ মন্তব্য অন্য কারো জন্যে জীবন-মরন হয়ে দাড়ায় কিন্তু। আপনি অন্যের পরননিন্দা করে সমস্যায় ফেলছেন? কালতো আপনার বেলায় তার ব্যাত্যয় না ঘটবারই কথা। 
আসুন ছেড়ে দিই। এই কাজটি, যেটা এতক্ষন ধরে বল্লাম অর্থাৎ 'পরনিন্দা'টা এই মুহুর্তে থেকে ঝেটিয়ে বিদায় করার চেষ্টা করি নিজ থেকে। আগামীকালের সূর্যটা হোক আমার জন্য যেমন অন্যের জন্য ঠিক তেমনই।