হৃদপিন্ড হারায় ক্ষনিকের কয়ে যাওয়া স্পন্দন,
উদীয়মান বাস্তব সূর্যও সহসা কেঁপে উঠে
জীবন থমকে যায় প্রকৃতির নিয়ম ভেংগে।
তাসখন্দ থেকে বেবিলন অথবা অন্য কোথাও
শব্দরা বারংবার রেডিয়শন ছড়ায় সেই বিস্ফরনে,
আজারবাইজান-কাজাকিস্তান এর ছিটমহলেও তাই
ধ্বনিত শব্দে শুধু প্যারালাল আর্ত চিৎকার।
