এখন আমি ভালো আছি

সত্যি বলছি এখন আমি ভালো আছি,
যতটুকু আগে ছিলাম তার চেয়েও অনেক বেশি।
এখন আমার শুন্যতাকে পুর্ণ করে সুর্য উঠা,
ভালোবাসায় ভালো থাকায়, সত্যি সত্যিই ভালো থাকায়।
এখন আমি দুঃখ্যিতনা আগের মতো,
ভোলায় আমায় রাতের চাঁদ, তারা যতো।
প্রিয়ার বুকে মাথা গুজে এখন আমি ভালোই থাকি,
চলে যাওয়া, পেছন সময়, সব কিছুই দুরে রাখি।
এখন আমায় কাঁদায় না আর রাত জাগা দুঃখ পাখি,
প্রতি রাতে এখন আমি শান্তবেশে মুদি আখি।

সত্যি বলছি এখন আমি ভালো আছি,
ভালো আছি কারন আমি সত্যি সত্যি বেঁচে আছি।