হৃদয়ের নিমন্ত্রন

শুন্যতাকে পুর্ন করে
ভাবুক হৃদয় বহ্নি আলো,
ভালো যদি বাসতেই চাও
এখনি আজ গায়ে চলো।
সেথায় আছে ছোট্ট হৃদয়
আকাশটা যার অনেক বড়ো
সত্যি বলছি দেখা পাবে
তোমরা যা গল্পে পড়ো।
যবে? যদি যাও আজই আসো
সময় কিন্তু যাচ্ছে চলে,
ইট পাথরের সংগে থেকে
নরম হৃদয় মারছো পুড়ে।
পুনশ্চঃ
ঠিকানা কিন্তু যেওনা ভুলে
"জোহরা" মোদের গায়েরই নাম,
সময় মতো পৌছে গেলে
নয়ন তখন পাবে প্রমান।