ভুলভাল সময়ের মধ্য দিয়ে

ভুলভাল সময়ের মধ্য দিয়ে পেড়িয়ে এসেছি পুরনো সময়,
ধোয়ায় ঘোলা বাতাসে নিয়েছি অপরিশধিত বাতাস,
সিনথেটিকের সাথে সহবাস করে নিজেকে অজৈব বানিয়েছি,
প্রকৃতির মন মতানো গন্ধ ভুলে গেছি একেবারে,
ভুলে গেছি কোন কবে নাইতে নেমেছি নদে,
কি মাছ উঠে সে আগ্রহের মাছ ধরা দেখিনা সেও কয়েক যুগ,
এভাবেই চলে যায় আমাদের ক্ষুদ্র যান্ত্রিক জীবন।


Image may contain: outdoor