দুর্দান্ত এক খর রোদেলা দুপুরে
তোমায় দেখে থেমে গিয়েছিলাম।
দুর্বাঘাস জড়িয়ে ধরেছিল পদযুগল।
দিশাহীন মাদকতায় তাকিয়ে ছিলাম।
এরপর তাই নিয়ে পেড়িয়ে এসেছি
স্মৃতি বিজড়িত ২৮ টি বছর।
বুকের এইখানে এই মধ্যখানে
যে তুফান তুলেছিলে সেদিন,আজো সেইখানে সেইভাবে
ঝড় তুফানের নিত্য বাড়াবাড়ি।
....আজো রৌদ্দুর দুপুরে দেখা হয়
কথা হয় দিশাহীন মাদকতায়
কিন্তু রোদ্দের উত্তাপ পাইনা আর,কারণ সকল রোদকে আটকে দিয়েছে
এক সংগে দুজনার মাথার উপরের
কংক্রিটের ছাদ।
(জীবন থেকে নেয়া)
দুর্বাঘাস জড়িয়ে ধরেছিল পদযুগল।
দিশাহীন মাদকতায় তাকিয়ে ছিলাম।
এরপর তাই নিয়ে পেড়িয়ে এসেছি
স্মৃতি বিজড়িত ২৮ টি বছর।
বুকের এইখানে এই মধ্যখানে
যে তুফান তুলেছিলে সেদিন,আজো সেইখানে সেইভাবে
ঝড় তুফানের নিত্য বাড়াবাড়ি।
....আজো রৌদ্দুর দুপুরে দেখা হয়
কথা হয় দিশাহীন মাদকতায়
কিন্তু রোদ্দের উত্তাপ পাইনা আর,কারণ সকল রোদকে আটকে দিয়েছে
এক সংগে দুজনার মাথার উপরের
কংক্রিটের ছাদ।
(জীবন থেকে নেয়া)