ধুসর আর পানসে

15078510_275948226134322_8575812047478818908_n.jpg











”সরবে রবো মোরা এক সাথে সব সময়”
এ কথা দিয়েইতো শুরু হয়
যুগল পথ চলা।
এক দিন
দুই দিন
দুই মাস
টেনেটুনে হয়তোবা একটি বছর।
তারপর?
সবই কেমন যেনো ধুসর আর পানসে
খুব বেশি বোরিং আর অযত্ন অবহেলা।
ভালোবাসায় গড়ে উঠা অট্টালিকাগুলো
এতো সহজেই ভেংগে যাচ্ছে কেনো আজ কাল?
সম্ভোবত সীমারেখা চিহ্নিত করা প্রয়োজন।
অধিকারে বৈধ্যতার প্রশ্ন রেখেছি আমি এখানে।