পারলে করে দেখাও আমাকেশুধু কতো শতো বুলি কপচাও।এই মুহুর্তে আমি ক্ষুধার্ত খুবপারলে ভর্তা দিয়ে এক শানকি ভাত দাও।।আলা জিহবার ছিটকানো লালায়গলা ভিচ্ছেনা আর।পারলে জিহবার শেয়ারিং এএক ফোটা মধু ঢেলে দাও আত্মায়।।