কিংবা সংগোপনে হারাবো

ঐ দূরে দীগন্ত ছোঁয়া পাহাড় সারি
ঘন কুয়াশার অকৃত্তিম বাড়াবাড়ি,
নয় অরুন্ধতিকে হারাবার জেদে
নয় কোন সীমানা জয়ের ক্ষেদে,
আমি বারেবার প্রচিল টপকে যাবো
থাকবো কিংবা
সংগোপনে হারাবো।।

আলুটিলা, রাংগামাটি, জনু-২০১৯।