গতকাল বিকেলে অনেকটা বেড়ানোর উদ্দেশ্যেই গিয়েছিলাম গোয়ারীভাঙ্গা গ্রামে। এটি কুমিল্লা জেলার হোমনা উপজেলায় অবস্থিত। সাথে দুই বন্ধু কাউসার ও শহীদ।
বেড়ানোটা ছিলো একজন দ্বীনি ভাইয়ের সাথে দেখা করা উদ্দেশ্যে। গোয়ারীভাঙ্গা বাজারে পৌছাতেই আসরের আজান হলো। তাই দেখা করার পূর্বে আসরের নামাজ পড়তে এলাকার লোকজনের দেখিয়ে দেয়া বাজারের পাশের কবরস্থান ঘেষা নতুন মাদ্রাসায় গেলাম।
যেহেতু মাদ্রাসাটির কথা আমরা জানতাম না সেহেতু এমন অখ্যাত স্থানে এমন টিপটপ ব্যবস্থাপনার মাদ্রাসা সহজেই আমাদের মন কেড়ে নিলো।
মাদ্রাসাটির নাম মাদরাসায়ে হাজী নোয়াব মিয়া কমপ্লেক্স ও এতিমখানা
এটি স্থাপিত হয়েছে ২০১৭ সালে।
এর সম্মুখ ভাগের বিশাল বড় খোলা মাঠ সহজেই দৃষ্টি কেড়ে নিবে। সব চাইতে বড় আগ্রহের কারন হয়েছে এর পেছনে মাদ্রাসা ভাবন লাগোয়া বিশাল আকারের পুকুর এবং এর পাকা ঘাটলা।
মাদ্রাসার বিশেষ কিছু দিক যেমন- আধুনিক ভবন, সুন্দর পরিবেশ, সুসজ্জিত রুম, আরবির পাশাপাশি ইংরেজী ও বাংলা শিক্ষার ব্যবস্থা এর সাথে জড়িত সকল মানুষের উন্নত মান মানুষিকতা আমাকে যারপরনাই মুগ্ধ করেছে।
অনেক ক্ষন কথা হলো দায়িত্বে থাকা স্বপ্নবিলাসী মানুষদের সাথে। এরি মধ্যে অত্র উপজেলায় অবস্থিত নালাদক্ষিণ গ্রাম থেকে আরেক হুজুর আসলো এ মাদ্রাসার সকল কিছু দেখে শুনে বুঝে তার নিজের এলাকায় নিজের গড়া মাদ্রাসাটির উন্নতি করার জন্য।
কেউ যদি মডেল কোন মাদ্রাসা খুজে পেতে চান তাহলে সেখানে যেতে পারেন।