বিশুদ্ধ জাতি

পাথরে পাথর ঘষে যে জাতির উৎপত্তি
সেখানে শক্ত-পোক্ত ব্যপারটাতো থাকবেই,
আইনে শক্ত, কানুনে শক্ত, প্রতিজ্ঞায় শক্ত
এমনকি যবনীকাপতনেও প্রচন্ড শক্ত থাকবেই।
হৃদয়ের কোমল সেলুলয়েডের বেড়াজালেও তাই
আজকাল প্রচন্ড শক্ত পাথরের উন্নত বাঁধ,
হৃদয় থেকে কিডনি, লিভার ও পিত্তথলি পর্যন্ত
পাথরের অবস্থানগত উত্তরন চলছে।
মনুষত্ব পাথরচাপার পর থেকেই
এইসব উটকো ঝামেলার শুরু।