পিক্সেল ফ্যান্টাসি (সময়ের নিস্পাপ রোগ)

বেড়াতে ভালোবাসি আমরা। প্রকৃতি কিংবা সুন্দরের প্রতি টান থেকে এই ভালোবাসা। নিজেকে সুন্দর করে সাজাতে এবং অনুষ্ঠানে কিংবা পার্টিতে নিজের সুন্দরতম উপস্থাপনও মনে নান্দনিক সুখ দেয়। ভালোবাসার মানুষের সাথে সময় কাটাতে ভালো লাগে। মোট কথা আমাদের অনেক কিছুই করতে ভালো লাগে।

এই ভালোলাগার সময়গুলো যখন আসে, তখন আমরা কি করি? বেড়াতে গিয়ে, নিজেকে সাজাতে, উপাস্থাপনায় এবং ভালোবাসার মানুষের সাথে সময় কাটানোর সময় আমরা কি করি?


ভাবুনতো শেষ যেবার আপনি আপনার পছন্দের জায়গায় গিয়ে উপস্থিত হয়েছেন তখন পুরো সময়ের উল্লেখযোগ্য অংশটা কি করেছেন?
চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস টেনে হৃদয়ে অক্সিজেন জড়ো করে তারপর ধীরে ধীরে চোখ খুলে নিজ চোখে সৌন্দর্য উপলব্ধি করেছেন? বুকের ভেতর সে ভালোলাগার জোড়ালো আর কম্পিত উপস্থিতি টের পেয়েছেন? ভালো-বেসেছিলেন সে সুন্দর সময়টাকে? নিস্পাপ চাহনিতে কোন বিহ্ববল অনুরনন হয়েছিলো কি? ভালোলাগার ছোঁয়ায় চোখ কিছুটা ভিজেছিলো কি?

না, আমি জানি এর উত্তর না-ই হবার কথা। কারণ পুরোটা সময় আপনি ডুবে ছিলেন পিক্সেল ফ্যান্টাসিতে। ক্যামেরার মোটা ডায়ার ল্যান্স দিয়ে সর্বোচ্চ পিক্সেলের সারি সারি ওয়াইড এংগেল ছবি তোলায় তখন আপনি ব্যস্ত।

প্রতিটি ক্ষেত্রে আমরা এই দুর্দান্ত কাজটাই করে যাচ্ছি। অথচ, চোখ একদিন স্মৃতিতে জমানোর জন্য স্পষ্ট দেখা কমিয়ে দিবে। স্মৃতিতে জমানোর জন্য চোখের তোলা ছবিগুলোই কিন্তু এক সময় কাজে লাগে।

মনে হয়:
*গুগুল খুজে ছবি পাবেন, কিন্তু হৃদয় খুজে স্মৃতি পাবেন না।
*সত্যিকারের ভালোবাসার সাথে পরিচিত হওয়া উচিত।
*নিজের উপলব্ধিগুলোকে সতেজ রাখুন নিজ উদ্যোগে।

ইkbal,২৯.০৭.২২.শুক্রবার