ভালো নাকি মন্দ হবে সামনে চলার পথ?
স্বপ্নে মোরা কল্প লোকের বসত বাটি বানাই,
কি হবে তা না ভেবেই সিদ্ধান্তটা জানাই।
বিশ্বাসের মার কুলখানি শেষ হয়েছে সেই কবে,
অন্ধভাবেই বিশ্বাসে তবু বিশ্বাস রাখি সবে।
আঘাতটা ঠিক কখন আসে কেউতো জানিনা,
মনের উপর চাপ জড়াতে আমরা পারি না।
তাইতো হার্টে প্রেসার বেড়ে ধুক করে উঠে বুক,
কথার খিলি আটকে গিয়ে মন হয়ে যায় মুক।
সন্ধে তারায় বাত্তি জলে আলোতো দেয়না,
আলোর ছটায় বেচে থাকে হৃদয়ের ময়না।
ময়না যদি নাইবা বাচে কিসের আবার কি,
ময়নাতদন্তই জানে আসল উপায় কি?