২৯.০৮.২০২২ সোমবার
সন্তান বড় হয়ে গেছে কলেজেতে পড়ে,
খবর কি নিয়েছেন সারাদিন কি করে?
ক্লাস করে, প্রাইভেট পড়ে সবইতো ঠিক আছে,
খুইজা দেখেন প্রিয় আরো কি আছে তার কাছে।
ঘুম প্রিয়, মুভি প্রিয়, প্রিয় মজার খাওয়া,
দেখা দরকার এছাড়াও কি আছে তার চাওয়া।
এই বয়সে পাওয়ার চাইতে চাওয়ার লিস্টি বড়,
ব্যালেন্স তাতে না হয় যদি কষ্ট লাগে তারও।
কষ্টের চোটে দৌড়িয়ে যায় তারই মায়ের কাছে,
মায়ের কাছে সবই আছে এই ভরসায় নাচে।
আসলেতো সব থাকেনা একজন মায়ের কাছে,
মায়ের কাছে বিফল হয়ে ভুল রাস্তা বাছে।
বন্ধুরে কয়- এ জীবন আর রাইখা কি লাভ বল,
ফোনের জন্য মর্জিনারে পারিনা দিতে কল।
শুধু একটা ফোনের জন্য মায় আমারে বকে,
মা ফালাইয়া তাইতো সবাই মাসির কাছে ছোটে।
মাসিরা সব অন্ধের ষষ্টি দেয় ধরাইয়া বাত্তি,
সেই বাত্তিতে দিন হইয়া যায় সকল কালো রাত্তি।
মাসিদের সেই লিস্টিতে কারা আছে জানো?
ভুল যতো বন্ধু-বান্ধব, উল্টাপাল্টা জনও।
তাদের বুদ্ধি সাহায্যতে জীবন হয় রঙ্গিন,
ভবিষ্যতের বাস্তব স্বপ্ন হতে থাকে ক্ষীন।
চিল করে, প্রেম করে, করে কতো মজা,
ওদের কাছে মনে হয় এই পথই সোজা।
ভেতর ভেতর টগবগ করে হার্টের তাজা রক্ত,
এরি মধ্যে অবৈধ প্রেম হয়ে উঠে পোক্ত।
প্রেম জীবন, প্রেম মরন, প্রেমই বাচা-মরা,
অশ্লিল প্রেমই তাদের কাছে হয় বিশ্বসেরা।
আমরা যারা অভিভাবক ঘুমিয়ে ডাকি নাক,
এবয়সে প্রেম করবে, করুক, পরে দেখা যাক।
পরে পরে করে যারা নাক ডাকিয়ে ঘুমান,
দয়া করে দৃষ্টিটা ভাই নিচের দিকে নামান।
উপর দিকে আকাশ আছে বড্ড বেশি নীল,
কালো হয়েও সুন্দর লাগে ছোট্ট কালো তীল।
নীলে-তীলে গোজামিলে একটু খানি ভাবুন,
সন্তানের দৃষ্টি দিয়ে জলুন এবং নিভুন।
সময়ের কাজ সময় মতো করতে যদি পারেন,
চেষ্টা করে একবার ভাই মরার আগে মরেন।
মরার পরের জীবনটাতে হিসেব নিকেশ হবে,
সন্তানের পাপের মার্কও আপনার ভাগে রবে।
সন্তানের পাপের ফল যোগ হয়েছে কত?
সঠিক সিদ্ধান্ত নিলে এমন কি আর হতো?
যুগের তালে তাল মিলিয়ে দিয়েছি যে ছাড়,
চিল করেছে অন্য জনে দোষ হয়েছে কার।
প্রেমের জন্য ছাড় না দিয়ে পবিত্রতায় দেন,
পাড়া-পড়শি কি বলবে এতে চিন্তা কেন?
হিসেব হবে আল্লাহর আইনে বিশ্বাস যদি থাকে,
ফায়সালা হোক সেই মোতাবেক এখনই এই রাতে।
কাল সকালের হিসেব করে দিবেন যত ছাড়,
এপার-ওপার সব খানেতে খেতে হবে মার।
সন্তানেরা পার পেয়ে যাবে অল্প বয়স দিয়ে,
আপনাকেই ঝুলতে হবে দড়ি গলায় নিয়ে।
সময়ের কাজ আসুন সবাই করি সময় মতো,
ওরা আমাদের সন্তান আর আমরা বাবা-মাতো।
আল্লাহ মোদের পথ দিয়েছেন সে পথেই হাটি,
অন্যদের পথ বাদ দিয়ে দেই যতই সে পথ খাটিঁ।