একদিন একটা ব্যতিক্রম ঘটনা ঘটে গেলো। জরুরী কাজে দুজন কম্পিউটার অপারেটর অফিসে অনুপস্থিত। এমন সময় বেশ কিছু ডাটা এন্ট্রির কাজ করা দরকার পরে গেলো অফিস প্রধানের। কিন্তু ডাটা এন্ট্রিতে এক্সপার্ট লোক আর কেউ নেই এই অফিসে।
অবস্থা দেখে যায়েদ এগিয়ে গেলো প্রধান স্যারের কাছে। ভয়ে ভয়ে বড় স্যারকে জানালো যে সে ডাটা এন্ট্রির কাজ করতে পারে। কিছুটা অবাক এবং কিছুটা অন্যমনস্ক ভাবে তাকে কাজ বুঝিয়ে দেয়া হয়। দেখা যায় যায়েদ সেগুলো খুব সহজেই বুঝে নেয় এবং পরবর্তী অল্প সময়ের মধ্যেই সম্পুর্ণ কাজ করে স্যারের হাতে ডাটাএন্ট্রির প্রিন্টেড কপিগুলো জমা দেয়। প্রধান স্যার তার কাজে খুব খুশি হয়ে যায়।
এরপর, সবই ইতিহাস……
পরবর্তীতে ৬ মাসের মধ্যে যায়েদ তার যোগ্যতার জায়গায় বসে যায়। আর বেতন বাইশ হাজার টাকা থেকে বেড়ে এক লাফে লাখের ঘরে পৌছে যায়।
--------
এখানেই কথা শেষ নয়, কথা হলো যায়েদের সাথে একই ভিসাতে একই পোষ্টে রাসেলও এসেছিলো এ কোম্পানীতে। আজ ৭/৮ মাস পর রাসেল এর বেতন ৫ সংখ্যায়ই রয়ে গেছে। কিন্তু যায়েদ তার যোগ্যতার বলে ৬ সংখ্যার বেতন উপার্জন করে।
সময়ের কাজ এবং শিক্ষা সময়েই অর্জন করে নিতে হবে। পরে সুযোগ এবং সময় কোনটাই পাওয়া হয়ে উঠে না।
---------
প্রশ্ন: তোমার কি মনে হয় উপরের ঘটনাটি বাস্তবের সাথে মিল আছে?
প্রশ্ন: তোমার কি মনে হয় জীবনে কখনো তোমাকে যায়েদ এর অবস্থানে যেতে হবে?
অবস্থা দেখে যায়েদ এগিয়ে গেলো প্রধান স্যারের কাছে। ভয়ে ভয়ে বড় স্যারকে জানালো যে সে ডাটা এন্ট্রির কাজ করতে পারে। কিছুটা অবাক এবং কিছুটা অন্যমনস্ক ভাবে তাকে কাজ বুঝিয়ে দেয়া হয়। দেখা যায় যায়েদ সেগুলো খুব সহজেই বুঝে নেয় এবং পরবর্তী অল্প সময়ের মধ্যেই সম্পুর্ণ কাজ করে স্যারের হাতে ডাটাএন্ট্রির প্রিন্টেড কপিগুলো জমা দেয়। প্রধান স্যার তার কাজে খুব খুশি হয়ে যায়।
এরপর, সবই ইতিহাস……
পরবর্তীতে ৬ মাসের মধ্যে যায়েদ তার যোগ্যতার জায়গায় বসে যায়। আর বেতন বাইশ হাজার টাকা থেকে বেড়ে এক লাফে লাখের ঘরে পৌছে যায়।
--------
এখানেই কথা শেষ নয়, কথা হলো যায়েদের সাথে একই ভিসাতে একই পোষ্টে রাসেলও এসেছিলো এ কোম্পানীতে। আজ ৭/৮ মাস পর রাসেল এর বেতন ৫ সংখ্যায়ই রয়ে গেছে। কিন্তু যায়েদ তার যোগ্যতার বলে ৬ সংখ্যার বেতন উপার্জন করে।
সময়ের কাজ এবং শিক্ষা সময়েই অর্জন করে নিতে হবে। পরে সুযোগ এবং সময় কোনটাই পাওয়া হয়ে উঠে না।
---------
প্রশ্ন: তোমার কি মনে হয় উপরের ঘটনাটি বাস্তবের সাথে মিল আছে?
প্রশ্ন: তোমার কি মনে হয় জীবনে কখনো তোমাকে যায়েদ এর অবস্থানে যেতে হবে?
প্রশ্ন: তুমি কি নিজেকে সময়ের এবং বয়সের হিসেবে যোগ্য বলে মনে করো?