আনন্দে লাফিয়ে উঠে তমাল। অনেক দিনের চেষ্টার ফসল পেয়েছে আজ। প্রায় ১৫ দিনের দুর্দান্ত চেষ্টার পর ফারিয়ার মোবাইল নম্বর জোগাড় করতে পরেছে সে।
ফারিয়া তার ক্লাসেই অর্থাৎ নবম শ্রেণীতে পড়ে।
ফারিয়ার দিকে তাকালেই তমালের মনের মধ্যে উতাল পাতাল ঝড় উঠে। সে ঝড় কিছুতেই যেনো থামতে চায় না। শরিরের মধ্যে কিলবিল করে উঠে গোপন অনুভুতি।
মাত্রতো ৩-৪ হাত দুরত্বের ব্যপার।
সেদিন বিজ্ঞান ক্লাসে স্যার যখন যৌনাংগ সংক্রান্ত ক্লাস করাচ্ছিল তখন স্যারের সাথে সাথে ক্লাসের সবাই ব্যপারটা খুব ফির করছিলো। তমাল দেখেছে ফারিয়া বার বার আর চোখে তার দিকে তাকিয়েছে। ভাবতেই কেমন যেনো করে উঠে।
সেই ফারিয়ার ফোন নম্বর আজ হঠাত করেই তার হতে চলে এসেছে।
কি করে মেয়েদের সাথে কথা শুরু করতে হয় সে শিক্ষা তমাল ইতিমধ্যেই পেয়ে গেছে তার বন্ধু রাহাতের মাধ্যমে। রাহাত আর রাহাতের বড় ভাইয়ের মধ্যে গভির সম্পর্ক। সে সম্পর্কের কারনেই কলেজ পড়ুয়া বড় ভাইয়ের কাছ থেকে রাহাত অনেক কিছুই শিখছে। তেমনি শিখেছে কি করে একটা মেয়েকে পটানো যায়। কি করে একটা মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হয়। কি করে মোবাইলে উল্টাপাল্টা নম্বর টিপে কোন মেয়ের সাথে আলাপ করতে হয়।
তমাল দ্রূত ফারিয়ার নম্বরটা তার মোবাইলে সেইভ করে নিলো। রাত কিছুটা গভির হলে ফারিয়াকে ফোন করবে।
কি কি কথা বলবে শুরুর সময় তা দ্রূতই মনে মনে আউড়ে নেয় তমাল। প্রথম কদিন একেবারে ফেরেশতার মতো আচরন করতে হবে। ভালো ভালো কথা বলতে হবে। মিহি সুরে আবেগ দিয়ে মনের ভাব প্রকাশ করতে হবে।
ভাবনা এক সময় দুর থেকে দুরান্তে ছুটে যায়। একদিন এক সময় তার আর ফারিয়ার মধ্যে কি কি হতে পারে কিংবা হতেই হবে তা ভাবতে ভাবতে তমাল কেমন যেনো হয়ে যায়। প্রেম যেগে উঠে মনের গভিরে। মাথার মধ্যে অনেকটা ক্যারাবেরা লেগে যায়। মুহুর্তেই ফারিয়ার অনুবৃত দেহটা চোখের সামনে ভেসে উঠে। ভাবনাগুলো তার কাছে একেবারে সত্যির মতো মনে হয়। সিনেমায় অসংখ্যবার এমন দৃশ্য সে দেখেছে। চকচক করে উঠে তমালের চোখ।
সুত করে মুখের লালা টেনে নেয় তমাল।
-------------------
এমন কেনো?
আমরা যেখানে শিক্ষা গ্রহন করি অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সিলেবাস খুজলে ভাষা শিক্ষা, গনিত শিক্ষা, ইংরেজী শিক্ষা, গান শিক্ষা, নাচ শিক্ষা, চারু-কারু কলা শিক্ষা সবই খুজে পাওয়া যায় কিন্তু মানুষ তৈরীর মুল যে শিক্ষা নৈতিক শিক্ষা তার খোজ পাওয়া যায় না।
প্রতিবেশী, আত্মীয়, পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছুর কাছ থেকে আমরা নৈতিকতা বিবর্জিত শিক্ষাই শুধু পাবার সুযোগ পাই।
কি করা উচিত?
জীবনের সর্ব ক্ষেত্রে নৈতিকতা উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে।