"সমালোচনা", একটা সুন্দর মধূমাখা শব্দ।
সমালোচনা করতে আমরা সবাই কম বেশি পছন্দ করি। শুধু পছন্দ করি বললে হয়তো কম বলা হবে, সমালোচনা করতে না পারলে আমাদের পেটের খাদ্য হজম হতে চায় না।
ভেবে দেখেনতো, আপনার মাথায় কারো সম্পর্কে কোন একটা সমালোচনার বিষয় চলে এসেছে আর আপনি তা কারো কাছে ঝাড়তে পারছন না। কি হবে তখন? কেমন লাগবে আপনার কাছে? বুকের ভেতর ভারি ভারি লাগে না?
মনে হয়না গ্যাস ফর্ম করেছে?
বুকটা শুধু হাসপাস করেনা?
এদিক ওদিক তাকিয়ে যখন কাউকেই তা সার্ভ করতে পারেন না তখন লং যাত্রা পথে বাথরুম চাপার মতো অনুভুতি হয় না?

হঠাতই দেখতে পেলেন পাশের বাড়ির দুই ছাদে দুজন যুবক-যুবতী একে অপরের দিকে তাকিয়ে আছে, তাকিয়েই আছি। আপনি ধরে নিলেন, বুঝে গেলেন এখানে প্রেম সংক্রান্ত কোন জটিল মামলা আছে। তখন আপনার মাথায় কোন কোন চিন্তা খেলা করে?
রফিক সাহেব মুখে দাড়ি রেখেছে, মক্কা থেকে হজ করে এসেছে ঠিকই কিন্তু তার মেয়ে চুটিয়ে প্রেম করছে এটা কি করে হয়?
মোদ্দা কথা হলো আমরা সমালোচনার কোন বিষয় পেলেই মেতে উঠি, নিজের সমস্ত চেষ্টা দিয়ে বিষয়টা ফলাউ করি। অথচ, খুজে দেখলে দেখা যাবে আমাদের নিজেরই এমন সমস্যার অন্ত নেই।
সমস্যাতো সবার মধ্যেই আছে। সমস্যা নিয়েই মানুষ। প্রথম মানুষ থেকে শুরু করে এ পর্যন্ত কেউই ভুল কিংবা ভ্রান্তির উর্ধে নয়। আর বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমাদের নিজেদের দোষগুলো নিজে নিজে দেখতে পারিনা, ধরতেও পারিনা। সে কারনে সেদোষগুলো শুদ্ধও করে উঠা হয়না। কিন্তু আমরা যদি একে অপরের সদস্যাগুলো সুন্দর করে গুছিয়ে ধরিয়ে দিই এবং সে সমস্যাগ্রস্থ্য লোকটিকে ভুল শুধরানোর ব্যবস্থা করে দেই এবং সে জন্য তার সমালোচনা না করে পরামর্শ দেই তবে কতইনা ভালো হতো। আর যেমুহুর্তে অন্যের উপকারের জন্য আমি নিজে এ কাজটা করবো ঠিক সে মুহুর্ত থেকে অন্য মানুষটাও আমার দোষ ত্রুটিগুলো আমাদের ধরিয়ে দিয়ে আমাকে সে দোষ ত্রূটি থেকে উঠে আসবার জন্য সহযোগিতা করবে।
পক্ষান্তরে আমি তাকে একটা উপকার করে আমি আসলে আমি আমার নিজেরই উপকার করছি।
আসুন, ভাবনাগুলো এভাবে পজিটিভলি ভাবতে শিখি। কাছের লোকগুলো সম্পর্কে যতরকম ধারনা আছে সেগুলো নিয়ে তার সাথে কথা বলুন খোলাখুলি। দেখা যাবে কিছু কিছু ধারনা আপনার ভুল ছিল। আর কিছু ধারনা সত্যি সত্যিই তার মধ্যে আছে বলে স্পষ্ট হবে। তখন তাকে পরার্মশ দিন কি করে সেসব ভুল থেকে বেড়িয়ে আসার। দেখনে মানুষটা আপনার কাছে কৃতজ্ঞ হয়ে উঠছে। আপনি তার কাছে প্রমান যদি করতে পারেন যে আপনি তার পেছনে নয় তার সামনে তার ভুলগুলো বলতে পছন্দ করেন তবে সে আপনার প্রতি সদয় হয়ে উঠবে এবং আপনাকেও এমনিভাবে সাহায্য করার চেষ্টা করবে।