নিজের কাজ?
সেটা আবার কি?
আমি যদি ছেলে হয়ে থাকি তবে আমার কাজ কি হবে?
আমি যদি মেয়ে হয়ে থাকি তবে আমার কাজ কি হবে?
আমরা পারিবারিক ভাবে অথবা জন্ম সূত্রে আমাদের কাজের পরিধি এবং ক্লাস ভাগ করতে শিখি। আমাদের মন মজ্জায় সে সেটিংটা সারা জীবন পারমানেন্টলি থেকে যায়। জীবনভর বয়ে বেড়ানো সসব কার্যক্রম ধারাবাহিক ভাবে আমরা আমাদের জীবনে প্রতিষ্ঠিত কর এবং আমাদের উত্তরসূরীদের মাঝে সেই ভাবেই আবার প্রতিস্থাপন করার স্বার্থক গর্ব নিয়ে দুনিয়া থেকে সগৌরবে বেড়িয়ে যাই।
ধরা যাক আমি জন্ম সূত্রে একজন মেয়ে। আমি জন্ম গ্রহণ করেছি একটি গ্রাম্য রক্ষনশীল পরিবারে। সেক্ষেত্রে আমার কাজগুলো বেশিরভাগই হবে ঘর মুখী বিশেষ করে রান্না ঘরমুখী। রান্না এবং ঘর গোছানো এমনকি ঘর মোছার একচ্ছত্র দায়িত্ব একমাত্র আমার কাধেঁই এসে বর্তায়।
আমার ঘরে যদি আরো ১০টি ছেলে কিংবা পুরুষ মানুষও থাকে তারপরো অবলিলায় আমাকে মেনে নিতেই হয় যে জন্ম সূত্রে আমি সেই সব পোস্টের অধিকারী হয়েছি। অন্য দিকে ছেলে/পুরুষ মানুষগুলো নির্দিধায় আমার পরিস্কার করা ফ্লোরে তাদের ময়লা চপ্পল দিয়ে সগৌরবে চড়ে বেড়ায়।
শহর কেন্দ্রীক এবং প্রগতিশীল পরিবারের চিত্র ভিন্ন হলেও নাটক কিন্তু অনেকটা একই মাপের। পরিবারে যারা মহিলা কিংবা কর্তৃ শ্রেণীর তারাই রান্না ঘরটা দেখভাল করেন। এমনকি ৫টা কাজের বুয়া থাকলেও মহিলা/মেয়েদের কাজের সীমানা নির্দিষ্ট ভাবে রান্না ঘর কেন্দ্রীক। অপর দিকে সেই প্রগতিশীল পুরুষরা যারা সমান অধীকারের জন্য সাইবার যুদ্ধে মেতে থাকে তারা কিন্তু সহজেই কোন খবর না নিয়েই তার ইচ্ছে মতো সময়ে ডাইনিং এর সাজিয়ে রাখা খাবারগুলো সাবার করে।
অর্থাৎ কিচ্ছা বিভিন্ন জায়গায় কিংবা বিভিন্ন মানের হলেও কাহিনি একই। "বন্যেরা বনে সুন্দর, শিশুরা মার্তৃ ক্রোড়ে"। বুলি কপচিয়ে কপচিয়ে অনেকতো নোংড়া ক্লাসিফিক্যাশনে নিজেদেরকে অথর্ব্য প্রমান করলাম, আর কতো? ছেলে/মেয়েদের দায়িত্ব আর দায় আলাদা করে আমরা হয়তো অনেকটাই সেটিং করে নিয়েছি কিন্তু ভেবে দেখবার সময় এসেছে সঠিকটা আসলে কোনটা।
৩শ বছর মেয়েরা ছেলেদের আজ্ঞা বহ হয়ে তাদের সুবিধা মতো স্থানে থেকেছে ভালো লাগুক কিংবা না লাগুক। তাদেরকে পরিবার তথা সমাজের নির্দিষ্ট কিছু কাজের উপযোগী করে মনে প্রানে তৈরী করা হয়েছে। তাদেরকে রান্নায় কিংবা বাচ্চা পালনে উপযুক্ত করে তোলা হয়েছে। আবার হয়তো নারী জাগরন, নারী আন্দলন এবং প্রগতির গতি ধরে রাখার জানা আগামী ৩শ বছর ছেলেদেরকে সেই কাজগুলোতেই ঠেলে দেয়া হবে। ছেলেরাও হয়তো আগামী ২ জেনারেশন পর সেভাবেই তাদেরকে গড়ে তুলবে।
কিন্তু তাকে কি হবে? যাহা গোছলখানা তাহা হয়তো বাথরুম হিসেবে নামকরন হবে। কাজ কিন্তু ওখানে একই রখন থাকবে।